‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২০ ডিসেম্বর। শঙ্খ দাশগুপ্তের নির্মাণে সিনেমাটি এরই মধ্যে পেয়েছে প্রশংসা। সেইসাথে আলাদাভাবে চর্চায় রয়েছে সিনেমায় মেহজাবীনের অভিনয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে হয়ে গেলো ‘প্রিয় মালতী’র স্পেশাল স্ক্রিনিং। এদিন সিনেমা ইন্ডাস্ট্রির অনেকেই হাজির হয়েছিলেন ছবিটি দেখতে। যদিও সবার নজর কেড়ে ছিলেন একাই জয়া আহসান। কারণ, তাকে সচরাচর অন্যের আয়োজনে এভাবে পাওয়া যায় না।
সিনেমা দেখে মেহজাবীনকে ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন জয়া আহসান। সিনেমাটির বিশেষ প্রদর্শনী আরও উপস্থিত ছিলেন আফসানা মিমি, নুসরাত ইমরোজ তিশা, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মীর্জা, ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকীসহ অনেকেই।
সিনেমা শেষে জয়া আহসান গণমাধ্যমে বলেন, অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।
জয়া আরো বলেন, ‘ও (মেহজাবীন) যখন কাঁদে, সিঁদুর মুছে দেয়, শাখা ফেলে দেয়, আমার একবারও মনে হয়নি যে এটা মেহজাবীন। মালতীই মনে হয়েছে। ও তো মুসলিম ঘরের মেয়ে, সনাতনী সম্প্রদায়কে দেখে বড় হয়নি, তার সিঁদুর-শাখা বিষয়ে অভিজ্ঞতা নেই। একজন শিল্পীর বড় জায়গা এটাই, অভিনয়ের মাধ্যমে সবকিছু ফুটিয়ে তুলতে পারা। যেটা মেহজাবীন করেছে নিখুঁতভাবে।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।
এদিকে একই অনুষ্ঠানে হাজির অভিনেত্রী রুনা খান বলেন, ‘আমার শরীর এখনও রীতিমত কাঁপছে। এটা কোনও সিনেমা নয়, আমার মনে হলো, আমি জীবন দেখলাম।’
এছাড়া বিজরী বরকতুল্লাহ, আফসানা মিমি, তমা মির্জা, ইন্তেখাব দিনার, রায়হান রাফীসহ সিনেমা দেখতে আসা প্রত্যেকে মেহজাবীনের অভিনয়ের আলাদা প্রশংসা করেছেন।
মেহজাবীন এক যুগেরও বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করছেন। বলা যায়, বর্তমান সময়ে ছোট পর্দার এখনও শীর্ষ অভিনেত্রী তিনি। অথচ তিনি বেশ সময় নিয়ে বড় পর্দায় হাজির হলেন এবারই। সবার মতে, তিনি হয়তো সিনেমায় এমন মুগ্ধতা ছড়াবেন বলেই এতোদিন অপেক্ষা করেছেন।
মেহজাবীন বলেন, যেটা আশা করেছিলাম, সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল। প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।
এছাড়াও, ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।