পুষ্পা টু’র প্রিমিয়ারে নারী ভক্তের মৃত্যু, আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা।

4

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার নায়ক আল্লু অর্জুনের প্রতীক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির পর ‘ঝড় তুললেও’ এই সিনেমাকে ঘিরেই বিপাকে পড়েছেন আল্লু অর্জুন।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ভারতের হায়দ্রাবাদে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলনে নারীর মৃত্যুর ঘটনায় অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি তার নিরাপত্তা টিম এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।

গত বুধবার এই ঘটনা ঘটে । ওইদিন স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শো ছিল হায়দ্রাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে।

ওই সময় রাত সাড়ে ১০টার দিকে সিনেমার নায়ক আল্লু অর্জুন হঠাৎ করে সন্ধ্যা থিয়েটারে হাজির হন, তার অনুরাগীদের দেখা দিতে। সঙ্গে ছিল নায়কের নিরাপত্তা টিমও।

ওই সময় নায়ক কে সামনাসামনি এক নজর দেখতে দর্শকদের মধ্যে হুড়োগুড়ি পড়ে যায়, বাইরে থেকেও নায়কের সঙ্গে দর্শকরা ভেতরে ঢুকতে চেষ্টা করে। তখনই ওই ভিড়ে পদদলিত হয়ে মারা যান রেবতী নামের ৩২ বছরের এক নারী। তিনি ওই থিয়েটারে গিয়েছিলেন তার ৯ বছরের ছেলে শ্রীতেজকে সঙ্গে নিয়ে।

হায়দ্রাবাদের পুলিশ কর্মকর্তা আক্ষাংশ যাদব বলেন, “ভিড়ের মধ্যে আল্লু অর্জুনের নিরাপত্তা বাহিনীরা ভক্তদের সরানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই বিশৃঙ্খলার কারণে রেবতী মারা যান, আহত অবস্থায় তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।“

পুলিশ জানিয়েছে ‘অতিরিক্ত ভিড়ে’ দম বন্ধ হয়ে গিয়েছিল শ্রীতেজের, ওই সময় সে জ্ঞানও হারিয়ে ফেলেছিল।
পরে রেবতীর পরিবারের পক্ষ থেকে চিক্কদপল্লী থানায় অর্জুন ও তার নিরাপত্তা টিম এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, অর্জুন কোনো আগাম খবর না দিয়ে থিয়েটারে প্রবেশ করেন। এছাড়া ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেয়নি।

পুলিশও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বলেছে, অর্জুনের মত বড় তারকার নিরাপত্তা বা ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখেনি।

নিরাপত্তা টিম বা দলবল নিয়ে অভিনেতার প্রেক্ষাগৃহে প্রবেশ এবং বের হবার জন্য আলাদা কোনো দরজাও সেখানে নেই। অভিনেতার সঙ্গে বাইরে থেকে আরো দর্শক যখন ভেতরে ঢোকার চেষ্টা করেন, অর্জুনের নিরাপত্তা কর্মীরা উত্তেজিত জনতাকে ধাক্কা মারেন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

ওই ঘটনার পরদিন থেকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রদর্শনী চালিয়ে যাওয়া হচ্ছে।

তবে এক ভিডিও বার্তায় আল্লু জানায় , আহত সেই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবে। সেই সাথে ‘ছবির সকলেই এই ঘটনায় মর্মাহত। নিহতের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তাদের পাশে দাঁড়াতে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ধরে রেখেছে অর্জুন ও রাশমিকা মানদানা অভিনীত এই সিনেমাটি।
মুক্তির প্রথম দিনেই প্রায় ১৭৪ কোটি টাকা আয় করেছে সিনেমাটি।