শুভশ্রী’র অষ্টমঙ্গলায় কি কি হলো (ভিডিও)

399

রাজ্ শুভশ্রী’র বিয়ে নিয়ে মজে আছে টলিউড। টালিগঞ্জের এ দুই তারকার বিয়েতে শুরু থেকেই ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসা বিয়ের আনুষ্ঠানিকতা আর ধর্মীয় রীতির আয়োজন অবশেষে শেষ হতে চললো। গতকাল অষ্টমঙ্গলায় শুভশ্রীর বাবার বাড়ি গিয়েছেন, রাজ শুভশ্রী। শুভশ্রীর অষ্টমঙ্গলায় কি কি হলো ভিডিওতে দেখে নিন :