ইউটিউব এর প্রতিষ্ঠাকাল ২০০৫ এর ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত অনেকগুলো মিউজিক ভিডিও প্রায় দুই বিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। সর্বপ্রথম ২০১৪ সালের ডিসেম্বর মাসে পিএসওয়াই এর গেংনাম স্টাইল মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রায় দুই বিলিয়নের উপর সর্বোচ্চ ভিউ হওয়া ভিডিওর খেতাবে হিট করে এবং তখন এই মিউজিক ভিডিওটি ২, ১৪৭, ৪৮৩, ৬৪৭ বার ভিউ হয়। তারপর এক এক করে অন্যান্য অনেক মিউজিক ভিডিও বিলিয়নের উপর ভিউ ছাড়িয়ে যায়।
চলুন জেনে নেই ইউটিউবে এই পর্যন্ত সবচাইতে বেশি ভিউ হওয়া মিউজিক ভিডিও কোনগুলোঃ
১. দেসপাসিতো– লুইস ফনসি (ফিচারিং ডেডি ইয়াংকি)
ভিউ: ৪, ৬৫০, ৫৭১, ৩২৮ (সারে চার বিলিয়নের উপর)
২. সি ইউ এগেইন– উইয খলিফা (ফিচারিং চারলি পুথ)
ভিউ: ৩, ৩২০, ৯৪৬, ৭৬৪ (তিন বিলিয়নের উপর)
৩. পিএসওয়াই গেংনাম স্টাইল
ভিউ: ৩, ০৪৭, ৬২২, ২৮২ (তিন বিলিয়নের উপর)
৪. শেপ অফ ইউ- এড সিরান
ভিউ: ২, ৯৯৫, ২৫৫, ৯৩৯ (প্রায় তিন বিলিয়নের কাছাকাছি)
৫. আপটাওন ফাঙ্ক– মার্ক রনসন (ফিচারিং ব্রুনো মার্স)
ভিউ: ২, ৮৬৫, ৪৫০, ২৭৮ (সারে দুই বিলিয়নের উপর)
৬. সরি– জাস্টিন বিবার
ভিউ: ২, ৮৬২, ৬৭৯, ০০৮ (সারে দুই বিলিয়নের উপর)
৭. সুগার– মারুন
ভিউ: ২, ৪৮৯, ৬০০, ৭১৯ (আড়াই বিলিয়নের কাছাকাছি)
৮. সেক ইট অফ– টেইলর সুইফট
ভিউ: ২, ৪৬৮, ৩২৫, ২৪১ (আড়াই বিলিয়নের কাছাকাছি)
৯. বাইলান্দো– এনরিক ইগলিসিয়াস (ফিচারিং ডিসেমার ব্যুনো, জিন্তে ডি জোনা)
ভিউ: ২, ৪৫৩, ৬৮০, ৭১৩ ( আড়াই বিলিয়নের কাছাকাছি)
১০. রোর– কেটি পেরি
ভিউ: ২, ৩৮৫, ৬৭৯, ৭১২ ( দুই বিলিয়নের উপর)