অজিত কুমারের মুখপাত্র সুরেশ চন্দ্র বলেন, “আগামী ১১ জানুয়ারি রেস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করছেন অজিত। প্রথম সেশনে তার গাড়িটি বাউন্ডারিতে গিয়ে আঘাত করে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আজ আবারো অনুশীলন শুরু করবেন অজিত।”
এনডিটিভি জানিয়েছে, ‘দুবাই ২৪ আওয়ার রেস’ প্রতিযোগিতার নিয়ম হলো— ২৪ ঘণ্টার রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। তারই অনুশীলন করছিলেন অজিত। সেসময় তার গাড়ির গতি ছিল ১৮০ কিলোমিটার; তখনই দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা।
সিনেমার পাশাপাশি গাড়ি ও মোটরসাইকেলের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে অজিত কুমারের। তিনি একজন পেশাদার রেসার। ২০২৩ সালের সেপ্টেম্বরে মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ শুরু করেন। নেপাল-ভূটান এবং ইউরোপের বেশ কিছু দেশ ভ্রমণ করেছেন এই অভিনেতা।
অজিত কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থুনিভা’। ২০২৩ সালের ১১ জানুয়ারি মুক্তি পায় এটি। এতে অজিতের বিপরীতে অভিনয় করেন মঞ্জু ওয়ারিয়ার।
অজিতের পরবর্তী সিনেমা ‘বিদা মুইয়াচি’। তামিল ভাষার এ সিনেমায় তৃষা কৃষ্ণানের সঙ্গে অর্ধ যুগের বেশি সময় পর জুটি বেঁধে অভিনয় করছেন অজিত। এটি পরিচালনা করছেন মাগের থিরুমেনি। তা ছাড়াও তামিল ভাষার ‘গুড ব্যাড আগলি’ সিনেমায় দেখা যাবে তাকে।