শনিবার রাতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। অনিল কাপুরের ছেলের বিয়ে উপলক্ষে দুবাইতে ছিলেন শ্রীদেবী ও তাঁর পরিবার। অভিনেত্রীর মৃত্যুর সময় উপস্থিত ছিলেন তাঁর স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি। শ্যুটিংয়ের কাজে অন্যত্র ব্যস্ত থাকায় দুবাইয়ে ছিলেন না বড় মেয়ে জাহ্নবী কাপুর। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বলিউডে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর পর দুবাইয়ের একটি হাসপাতালে শ্রীদেবীর দেহ ময়নাতদন্ত করা হয়। এরপর আল কিউসাইস পুলিশ স্টেশনে তাঁর মরদেহ রাখা হয়। তাঁর দেহ দেশে আনার আগে যত শীঘ্র সম্ভব তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য যাবতীয় ফর্ম্যালিটিজ সেরে নিচ্ছে ভারতীয় কনস্যুলেট।
কখন এসে পৌঁছবে অকালপ্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ। সেই অপেক্ষাতেই মুম্বাই সহ গোটা দেশ। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল হয়তো রবিবারেই দেশে ফিরবে অভিনেত্রীর মরদেহ। কিন্তু শেষ পর্যন্ত জানা গিয়েছে, তাঁর দেহ মুম্বাইয়ে এসে পৌঁছবে আজ সোমবার।ভারতীয় শিল্পপতি অনিল অম্বানীর ১৩ আসনবিশিষ্ট ব্যক্তিগত জেটেই আনা হবে শ্রীদেবীর মরদেহ। তাঁর দেহ ভারতে আনতে আনতে ভোররাত হয়ে যাবে বলেই ওই প্রতিবেদনে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির নিয়ম অনুযায়ী, হাসপাতালের বাইরে কারও মৃত্যু হলে তার ময়না তদন্ত সংক্রান্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ২৪ ঘণ্টা লেগে যায়।
সোমবারই শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লে শ্মশানে। লোখান্ডওয়ালায় সদ্যপ্রয়াত অভিনেত্রীর বাড়ির সামনে ভিড় ক্রমশ বাড়ছে। বাড়িটির সামনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে জানা গিয়েছে