অস্ত্রোপচারের পর কেমন আছেন ফুয়াদ?

144
ছবিঃ সংগৃহীত

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে ফুয়াদ আল মুক্তাদিরের দেহে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সুস্থ আছেন সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী মায়া।

মায়া তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে লিখেন, ‘ফুয়াদের দেহে অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। তিনি সেরে উঠছেন। দোয়া ও শুভকামনা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।

ফুয়াদের শরীরে প্যাপিলারি কারসিনোমা ধরা পড়ে। এটা থাইরয়েড ক্যানসার। গত ১৪ জানুয়ারি ফুয়াদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এই দুঃসংবাদ জানান।

১৯৮৮ সালে আট বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফুয়াদ। সেখানে জীবনের বড় একটি সময় কাটান তিনি। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন। প্রবাসী হলেও বাংলা গানের নিয়মিত চর্চা করে যাচ্ছেন তিনি।