সিনেমার সেটে অক্ষয় খান্নার সঙ্গে কথা বলিনি: ভিকি !

7

মারাঠা শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজ নিয়ে নির্মিত ‘ছাবা’র ট্রেলার বেরিয়েছে। এতে ছত্রপতির চরিত্রে ভিকি কৌশলকে দেখে মুগ্ধ সবাই। অন্যদিকে সিনেমায় আওরঙ্গজেব ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না। সিনেমায় তাদের সম্মুখ লড়াই কেমন হবে তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।

সূত্র জানিয়েছে, সিনেমার শ্যুটিংয়ের সময় ভিকি ও অক্ষয় কথা বলতেন না। এক সাক্ষাৎকারে ভিকি উল্লেখ করেন, ‘শিবাজিকে খুঁজে পেতে আওরঙ্গজেবের ৯ বছর লেগেছিল। সিনেমায় তার সেই অনুসন্ধান দেখা গেছে। একসঙ্গে আমাদের কিছু দৃশ্য আছে। তবে তার আগে পুরো সিনেমায় আছে সাক্ষাতের অপেক্ষা।’

ছাবার পরিচালক লক্ষ্মণ বলেন, ‘যেদিন ভিকি ও অক্ষয়ের একসঙ্গে দৃশ্য ছিল সেদিনই তারা কথা বলেন। সেটাও চরিত্র হিসেবেই।

কেন এই পরিস্থিতি জানতে চাইলে ভিকি বলেন, ‘আমরা কেউ কাউকে গুড মর্নিং বা গুড বাই পর্যন্ত বলিনি। তিনি আওরঙ্গজেব, আমি ছত্রপতি। আমাদের মধ্যে ভিকি বা অক্ষয় হিসেবে কোনো কথা হয়নি।’

চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পাচ্ছে ‘ছাবা’। সিনেমায় আরও অভিনয় করছেন আশুতোষ রানা, দিব্যা দত্ত।