এলো রাজা রানী রাজির অডিও গান! (ভিডিও)

2497
ছবিঃ সংগৃহীত

আগামী ২৩ মার্চ মুক্তি পেতে চলেছে টলিউডের সিনেমা ‘রাজা রানী রাজি’। ছবিতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও ঋত্বিকা সেন। বনি সেনগুপ্ত ও ঋত্বিকা সেনের জুটি মন ভরিয়েছিল ‘বরবাদ’ ছবিতে। গত ১৩ মার্চ এই রোম্যান্টিক জুটির প্রথম গান মুগ্ধ করেছিল দর্শক-শ্রোতাদের। রোম্যান্টিক গানটির টাইটেল ‘যদি রাজি হোস’। তারই ধারাবাহিকতায় এবার এলো সিনেমাটির নতুন গান যা হবে দেখা যাবে’র অডিও। প্রথম গানের মতো এটি রোমান্টিক মেলোডি নয়। বরং এটিকে ড্যান্স ট্র্যাক বলা চলে।

রাজীব পরিচালিত ‘রাজা রানী রাজি’ ছবির প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এ ছবির সঙ্গীত পরিচালক দেব সেন ও লিঙ্কন। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ডাব্বু। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।

শুনে নিন গানটি :