রিলিজ হল ‘টম্ব রাইডার (২০১৮ ফিল্ম)’ এর ট্রেইলার। ‘ওয়ার্নার ব্রোস পিকচারস’ এর ইউটিউব চ্যানেলে ১৯ সেপ্টেম্বার ট্রেইলারটি রিলিজ হয়।
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ফিল্মটির প্রধান চরিত্র ‘লারা ক্রাফট’ ভুমিকায় অভিনয় করেছেন অ্যালিসিয়া ভিকান্ডার। আরো অভিনয় করেছেন ড্যানিয়েল ওউ, ক্রিস্তিন স্কট থমাস, অ্যান্টনিও অ্যাকিল সহ আরো অনেকে।
ছবিটির চিত্রনাট্য করেছেন জেনেভা রবারস্টোরেট ড্যোরেট। গ্রে বারবার ও গ্রাহাম কিং এর প্রযোজনায় এবং রোয়ার উথাউগ এর পরিচালনায় ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালের ১৬ই মার্চ।
ট্রেইলারটি নিচে দেখুন।