আতিফ আসলাম এর কনসার্ট উপভোগ নাকি ভোগান্তি? 

148

শুক্রবার আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামে কনসার্টের আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশনস। এই কনসার্ট দেখে অনেকেই আতিফ আসলাম এর গানে ডুবে আছেন এখনো।
আর অনেক কেই ঢুকতে না পারার আক্ষেপ নিয়ে’ই ফিরতে হয়েছিল ঘরে। উপচে পড়া ভিড়ের কারণে অনেকে টিকেট সহ ঢোকার সময়েও পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে। অনেকে টিকেট ছাড়াই ভিড় করে দাড়িয়েছিলেন আর্মি স্টেডিয়াম এর সামনে।

আর্মি স্টেডিয়ামে গাইছেন আতিফ আসলাম ছবিঃ সংগৃহীত

কনসার্ট বিকেল চারটায় শুরুর কথা ছিল এবং কনসার্ট শুরু হয় নির্ধারিত সময়ের মধ্যে’ই। ততক্ষণে দর্শকের দীর্ঘ সারি পৌঁছে যায় কাকলী বাসস্ট্যান্ড পর্যন্ত।
এছাড়া কনসার্টকে কেন্দ্র করে এদিন উত্তরা থেকে মহাখালী পর্যন্ত সড়কে তীব্র ট্রাফিক জ্যাম দেখা দেয়, স্বাভাবিক ভাবেই ছুটির দিনেও ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। যা নিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

রাত ৯:০০ টায় সবাই যখন আতিফ আসলাম এর অপেক্ষায় – কিছু সময় পর মঞ্চে আসলেন আতিফ আসলাম! কিন্তু ওঠার পর পর’ই দেখা দেয় টেকনিক্যাল সমস্যা বন্ধ হয়ে যায় সাউন্ড সিস্টেম, ‘বিব্রতকর পরিস্থিতিতে পড়েন স্বয়ং আতিফ আসলাম’। নেমে যেতে হয় মঞ্চ থেকে। দর্শকদের অপেক্ষা করতে হয় ১০-১২ মিনিট। এরমধ্যে অনেকে ভুয়া ভুয়া স্লোগান ও শুরু করে দিয়েছিলেন।


আর্মি স্টেডিয়ামে গাইছেন আতিফ আসলাম ছবিঃ সংগৃহীত

আবার মঞ্চে ফিরলেন আতিফ আসলাম তাঁর গানের যাদুতে বুদ করে রাখলেন হাজার হাজার উপস্থিত দর্শককে। তার ৩ ঘন্টার শক্তিমান পারফরম্যান্স সবাইকে নাচালো, হাসালো, এবং কাঁদালো।
গান গাইতে গাইতে অনেক ভক্তদের অটোগ্রাফও দিচ্ছিলেন, ফাঁকে ফাঁকে কথাও বলেছেন ভক্তদের সাথে। তিনি বললেন তার মনে হয় ‘বাংলাদেশ তাঁর দ্বিতীয় বাড়ি’।

অপরদিকে আর্মি স্টেডিয়াম এর বাইরে টিকেট কেটেও দর্শকের ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর ফটকে হয়রানি, ধারণক্ষমতার বাইরে দর্শকের উপস্থিতি, টিকেট ছাড়া আর্মিদের অমান্য করে দেয়াল টপকে, গেট ভেঙে ঢোকার চেষ্টা ইত্যাদি নানা অভিযোগ চলছিলো।

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন আতিফ আসলাম। আরও গান গেয়েছেন  বাংলাদেশের তাহসান খান, কাকতাল ব্যান্ড, পাকিস্তানের গায়ক আবদুল হান্নান। আয়োজকেরা জানিয়েছিল, বেশ কদিন আগেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সঙ্গে এ–ও জানিয়েছিল, ধারণক্ষমতার চেয়ে কম টিকিট বিক্রি করছে তারা। তবে কনসার্ট ভেন্যুতে গিয়ে তাদের কথার সঙ্গে তেমন মিল পাওয়া যায়নি বলে অনেকের অভিযোগ। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শককে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে। আবার কনসার্ট উপভোগ করতে যাঁরা টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁদের ব্যক্তিগত মুহুর্ত, তথ্য  ফাঁসের অভিযোগও উঠেছে।

আতিফ আসলাম। ছবিঃ সংগৃহীত

কনসার্টে ঢুকতে না পেরে ফিরে গেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনের সব ধরনের অভিজ্ঞতা দরকার, আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন ছিল, কিন্তু দায়িত্বরত ব্যক্তিদের তা জানানো সত্ত্বেও তাঁরা আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। এখন আমি জানি না তাঁদের প্রশংসা করব, না নিরাপত্তা নিয়ে দুঃখবোধ করব।’

কনসার্টের অব্যবস্থাপনা নিয়ে ফেসবুকে আয়োজকদের প্রতি ক্ষোভ ঝাড়েন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে কিছুক্ষণ পরই তিনি তাঁর ফেসবুক পোস্টটি সরিয়ে নেন।