কেটে গেল ঈদের সিনেমার প্রথম সপ্তাহ। বেশ ঘটা করেই মুক্তি পেয়েছিলো ঈদের পাঁচটি সিনেমা । ফুটবল বিশ্বকাপের হুমকির মুখেও বেশ ভালোই সাড়া দিয়েছেন দর্শক। পাঁচ সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে আলোচনায় রয়েছে ‘পাঙ্কু জামাই’ ছবিটি। প্রায় অর্ধ শতাধিক হলে মুক্তি পাওয়া ছবিটি অনেকটা হুট করেই ঈদের বাজারে মুক্তি পেয়েছে।
আব্দুল মান্নান পরিচালিত ছবিটি নিয়ে ছিলো না প্রচারণার চাকচিক্য। নিরব রয়েছেন ছবির নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস। শাকিব ছবিটি নিয়ে মুখ না খুললেও ‘পাঙ্কু জামাই’ নিয়ে কথা বলেছেন অপু।
‘পাঙ্কু জামাই’ ছবিটির প্রসঙ্গ আসতেই তিনি বলেন, ‘ছবিটি ঈদের ছবি ছিলো না। হুট করেই পরিচালক এটিকে ঈদে মুক্তি দিয়েছেন। মুক্তির আগে আগে আমি ছিলাম কলকাতায়। তাই এর প্রচারণায় অংশ নিতে পারিনি। আর ছবির প্রযোজক বা পরিচালকও তেমন কোনো আয়োজন রাখেননি। তাই ছবিটি নিয়ে তেমন করে কোথাও কিছু বলিনি আমি।’
তবুও দর্শক হলে গিয়ে ‘পাঙ্কু জামািই’ ছবিটি দেখেছেন বলে খবর পেয়েছেন অপু। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি খবর পেয়েছি ছবিটি দর্শক দেখছেন। ‘পাঙ্কু জামাই’ মূলত ২০১৬ সালের সিনেমা। বর্তমান সময়ে যেসব সিনেমা নির্মিত হচ্ছে সেগুলো থেকে কারিগরি দিক থেকে বেশ পিছিয়ে। তবুও দর্শক ছবিটিকে ঈদের ছবি হিসেবে গ্রহণ করে নিয়েছেন এটা সত্যি আনন্দের।’
তিনি আরও বলেন, ‘তবে ফেসবুকে অনেক তারকার ভক্ত ও কিছু নিউজ পোর্টালে দেখেছি মনগড়াভাবে তারা ঈদের সিনেমার র্যাংকিং করছেন। সেখানে ‘পাঙ্কু জামাই’কে সবার পেছনে দাবি করে নানা কথা বলছেন। কোনো কিছু দাবির আগে সবকিছু ভালোভাবে যাচাই-বিশ্লেষণ করে যুক্তিপূর্ণভাবে বলা উচিত। আপডেট ছবিগুলোর সঙ্গে ‘পাঙ্কু জামাই’ সিনেমার মুক্তিটাই ছিলো একটি চ্যালেঞ্জ। সেখানে দর্শক টানতে পারাটাই সাফল্য।’