শামীম আহমেদ রনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন নির্মাতা। প্রথম সিনেমা ‘রানা পাগলা’ (মেন্টাল) নির্মাণের ঘোষণা দিয়ে দারুণ হৈ চৈ তুললেও বেশি দিন সেটা ধরে রাখতে পারেন নি। তার সিনেমা জগতের পরের গল্প গুলো শুধু ব্যার্থতার। বেশ কষ্ট নিয়েই এবার সিনেমা জগত ছাড়ার কথা জানালেন।
কত ১৬ই আগস্ট, রবিবার সন্ধায় তিনি তার ফেসবুকে লেখেন, ‘আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারণে। কাজেই দয়া করে পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ। ভালো থাকবেন সবাই।’
অবশ্য আরেক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘গুড বাই ফিল্ম ইন্ডাস্ট্রি। অনেক সহ্য করছি। আর সম্ভব না। এত পলিটিক্স আর প্যাঁচ। যার যা খুশি ভাবুক। ভালো থাকুক।’
২০১৪ সালে ‘মেন্টাল’ শুরু করেন শাকিব খান, নুসরাত ইমরোজ তিশা, আঁচল ও গায়িকা পড়শীকে। তারকা নির্মাণ ও অন্যান্য করাণে বেশ আলোচনা তুললেও শুটিং পিছিয়ে যাওয়া, মুক্তি পূর্ব জটিলতা, পরবর্তী নেতিবাচক রিভিউ ও শিল্পীদের অভিযোগের কারণে বিতর্কে পড়েন রনি।
এরপর একাধিক সিনেমার ঘোষণা দিলেও শুটিং ফ্লোরে যায়নি। ‘ওয়ার্নিং’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে ঢালিউডে অভিষেক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সিনেমাটি থেকে ছিটকে পড়েন তিনি। গত ঈদুল আজহায় মুক্তি পায় রনির ‘বসগিরি’। শাকিবের সিনেমাটি দর্শক মোটামুটি দেখলেও নেতিবাচক রিভিউ পায়। চলতি বছরে মুক্তি পাওয়া ‘ধ্যাততেরিকি’ও একই ঘটনার শিকার।
সবশেষে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের বাংলাদেশ শাখার সিনেমা ‘রংবাজ’ বেশ ঢাকঢোল বাজিয়ে শুরু করলে ওই সময় শাকিবকে নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো নিষেধাজ্ঞা দিলেও রনি শুটিং চালিয়ে যান, এমনকি কড়া ভাষায় সমালোচনা করেন। পরবর্তীতে শাকিব দুঃখ প্রকাশ করে ছাড় পেলেও রনির সদস্যপদ ফেরত দেয়নি পরিচালক সমিতি। পাশাপাশি শাকিব-অপু ইস্যুতে মন্তব্য করে সমালোচিত হন তিনি, এছাড়া স্ত্রীর সঙ্গে জটিলতাও সংবাদ শিরোনাম হয়েছে। রনির অর্ধসমাপ্ত ‘রংবাজ’ শেষ করেন আবদুল মান্নান। যা এবার ঈদুল আজহায় মুক্তি পাবে, আর মুক্তির আগেই এলো এ নির্মাতার সিনেমা ছাড়ার ঘোষণা।
একে একে সমালোচিত হওয়া ও মিডিয়া পলিটিক্সের শিকার হওয়ার কারনে এবং বারবার চেষ্ঠা করেও এগোতে না পারার কারনে অনেকটা কষ্ট নিয়েই সিনেমা জগত ছাড়ছেন বলে ধারনা করা যাচ্ছে।