৪ বছর পর ‘হিচকি’ দিয়ে বলিউডে ফিরছেন রাণী মুখার্জি। রাণীর কামব্যাক নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ ভালোই রয়েছে। সার-সন্তান সামলে নেওয়া নায়িকার আবেদন যে বলিউড পর্দায় কমে যায়নি, তার উজ্জ্বল প্রমাণ দিলেন রাণী মুখার্জি। এর আগে অবশ্য রানী জানিয়েছিলেন, যদি দর্শকরা তাকে আর পছন্দ না করেন, তাহলে তিনি অভিনয় ছেড়ে শুধু সংসার জীবনেই মন দেবেন। তবে ‘হিচকি’র বক্স অফিস কালেকশন বা সিনেমাটি নিয়ে দর্শকদের যে মতামত তাতে মনে হচ্ছেনা খুব শীঘ্রই অভিনয় ছাড়তে যাচ্ছেন এই নায়িকা।
গত ২৩ মার্চ, শুক্রবার ভারতের ৯৬১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। রানির ‘হিচকি’ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। প্রথম দিনে ‘হিচকি’ এর বক্স অফিস কালেকশন ৩.৩০ কোটি রুপি। বিখ্যাত ফিল্ম সমালোচক তরণ আদর্শ ‘হিচকি’র প্রশংসা করে এটিকে ‘পাওয়ারফুল’ বলে মন্তব্য করেছেন এবং ‘হিচকি’কে ৫-এর মধ্যে সাড়ে ৩ দিয়েছেন। বাস্তবে টোরেট সিনড্রোমে আক্রান্ত ব্র্যাড কোহেনের লেখা ‘ফ্রন্ট অব দ্য ক্লাস: হাউ টোরেট সিনড্রোম মেড মি দ্য টিচার আই নেভার হ্যাড’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমাটি। রানির ‘হিচকি’ দেখে তার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরাও। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখনো বলিউডে নিজের আধিপত্য ধরে রেখেছেন রানী মুখার্জি।