‘পাঙ্কু জামাই’ ছবির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ওই সময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজও সম্পূর্ণ হয়েছিল। এরপর হঠাৎ অপু বিশ্বাস পর্দার অন্তরালে চলে যাওয়ায় থেমে ছিল ছবির কাজ, শাকিবও ব্যস্ত ছিলেন অন্য ছবির শুটিংয়ে। দীর্ঘদিন তাই ছবিটির শুটিং এর কাজ বন্ধ থাকে। দীর্ঘদিন নিরুদ্দেশ থাকার পর আড়াল ভেঙে গেল বছর ফিরে আসলে গত ৭ অক্টোবর ফের এই ছবির শুটিং করেন অপু। এফডিসি ও পূবাইলে তিনদিন শুটিং করে অপু তার অংশের কাজ শেষ করেন। তখন অবশ্য শাকিব ছিলেন না। তাই শাকিবের কারণে থেমে ছিল ‘পাঙ্কু জামাই’ ছবির শেষ দিকের কাজ।
অবশেষে ‘পাঙ্কু জামাই’ ছবির শুটিং এর কাজ শেষ করলেন শাকিব খান। ঢালিউডের শীর্ষ এই নায়ক এমনটাই জানিয়েছেন। এ ব্যাপারে শাকিব খান বলেন, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ‘পাঙ্কু জামাই’ ছবির ডাবিং করেছি। অল্পকিছু অংশের ডাবিং বাকি, ওটাও শিগগির শেষ করে দেব।’ তিনি আরো জানান “তিনি বলেন, এর আগে আমি চাই না আমার কারণে কোনো ছবির মুক্তি আটকে থাকুক, প্রযোজক লোকসান গুনুক।”
পাঙ্কু জামাই’ ছবির প্রযোজক মোজাম্মেল হক সরকার বলেন, শাকিব-অপু কারো শুটিং বাকি নেই। শাকিব শুধু একবেলা ডাবিংয়ে সময় দিলে টোটাল কাজ শেষ হবে। মোজাম্মেল হক আরো বলেন, শাকিব কলকাতা থাকবে। আগামী সপ্তাহে কলকাতা গিয়ে তার ডাবিং করিয়ে আনার প্ল্যান আছে। আর দেরি নয়, সবকিছু ঠিক থাকলে কমেডি ধাঁচের গল্পে নির্মিত ‘পাঙ্কু জামাই’ ছবিটি আগামী পহেলা বৈশাখে মুক্তি দিতে চাই। ‘পাঙ্কু জামাই’ ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান।