অবশেষে ৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘স্বপ্নজাল’

150
ছবিঃ সংগৃহীত

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি ২৫ ফেব্রুয়ারি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ‘মনপুরা’ খ্যাত নির্মাতা সেলিম তার ছবি ‘স্বপ্নজাল’ মুক্তির তারিখ ঘোষনা করেন। তিনি বলেন, ‘৬ এপ্রিল সারাদেশে মুক্তি পাবে ছবিটি। প্রাথমিকভাবে ৩০ মার্চ মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও পরে ঠিক করেছি এপ্রিলের প্রথম শুক্রবার ‘স্বপ্নজাল’ মুক্তি দেব।’

বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস ও ভারতের বেঙ্গল বার্তার যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’ নির্মিত হয়েছে। তাই যৌথ প্রযোজনার নতুন নীতিমালা অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি এফডিসিতে নবগঠিত প্রিভিউ কমিটির কাছে সিনেমাটি প্রদর্শিত হয়। প্রিভিউ শেষে কমিটি স্বপ্নজাল সেন্সরে জমা দেওয়ার অনুমতি দেয়।

যৌথ প্রযোজনার নীতিমালায় নতুন প্রিভিউ কমিটি গঠনে দেরি হওয়ায় সিনেমাটি বেশ কিছুদিন আটকে ছিল। অবশেষে সবকিছু কাটিয়ে ৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে স্বপ্নজাল। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা।

ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরীমনি, আর অপু হয়েছেন ইয়াশ। ‘স্বপ্নজাল’ এর কাহিনী ও চিত্রনাট্য খোদ নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম লিখেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরও অনেকে।