সেই গরীব মানুষরাই আজ বলিউডের খ্যাতিমান তারকা!

314

বলিউড ইন্ডাস্ট্রিতে আজ তারা প্রথম সারির তারকা। বলিউড কাপানো কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগে এই তারকারাই অনেক অর্থকষ্টে ছিলেন। আর তা এত পরিমাণে যে, যার কারণে তাদের মধ্যে কাউকে হোটেলে পর্যন্ত কাজ করতে হয়েছে। আবার কেউ বা ছিলেন বাস কন্ডাক্টর। তেমনই কিছু তারকাদের বিচিত্র জীবন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হল-

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন : নব্বইয়ের দশক থেকে বলিউড শাসন করছেন অমিতাভ বচ্চন। পেয়েছেন জীবন্ত কিংবদন্তীর খেতাব। কিন্তু প্রথম যখন এলাহাবাদ থেকে মুম্বাই এসেছিলেন তার কাছে বাড়ি ভাড়া করারও টাকা পর্যন্ত ছিল না। ফলে মেরিন ড্রাইভের বেঞ্চে শুয়েই কাটাতে হয়েছে বহু রাত।

শাহরুখ খান

শাহরুখ খান : ইন্ডাস্ট্রিতে আসার আগে বিভিন্ন রকম কাজ করতেন শাহরুখ খান। মুম্বাইয়ের বেঞ্চে ঘুমাতেন। ফিলপাড়ায় ঢু মারার জন্য বন্ধুর কাছ থেকে ২০ টাকা করেও ধার করেছেন। টাকার জন্য টিকিট কাউন্টারে দাঁড়িয়ে ‘কভি হাঁ কভি না’ ছবির টিকিটও বিক্রি করেছেন তিনি।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার : বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার একসময় ব্যাংককে ওয়েটারের কাজ করতেন। এমনকী শোওয়ার জায়গার অভাবে রেস্তোরাঁর রান্নাঘরের মেঝেতে পর্যন্ত তাকে ঘুমতে হয়েছে। বাংলাদেশের হোটেল পূর্বানীতেও তিনি শেফ হিসেবে কাজ করেছেন একসময়।

রজনীকান্ত

রজনীকান্ত : সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাকে ভগবান মানা হয় তিনি অভিনেতা রজনীকান্ত। কিন্তু একসময় অতিরিক্ত অর্থের জন্য বাস কন্ডাক্টর এবং কুলির কাজও করেছেন তিনি। আর এখন দক্ষিন ভারতের বিভিন্ন বাসে তার ছবির পোস্টার কালার করা হয়।

রাখি সাওয়ান্ত

রাখি সাওয়ান্ত : ছোট থেকে দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। ১০ বছর বয়স থেকে হোটেলে খাবার সার্ভ করে পয়সা রোজগার করতেন। অনেক জায়গায় তিনি নেচেও পয়সা কামাতেন। পরে নাচকে পেশা হিসেবে নেন এবং বলিউডে সুযোগ পান। বদলে যায় তার জীবন।

মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী : টলিউড থেকে বলিউড গিয়েছিলেন হিরো হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু পয়সার অভাবে প্রথম দিকে বেশ কিছুদিন মুম্বাইয়ের রাস্তায় থাকতে হয়েছিল মিঠুন চক্রবর্তীকে। খাবার কেনার পয়সাও থাকত না তার কাছে। বর্তমানে টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই তার দাপুটে বিচরন রয়েছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি : নওয়াজউদ্দিন সিদ্দিকি বর্তমানে বলিউডের একজন শক্তিশালী অভিনেতা। কিন্তু তার অভিনয়ে আসার আগের জীবন ছিল অত্যন্ত কঠিন। পয়সার অভাবে এক সময় সিকিউরিটি গার্ডের কাজ করতে বাধ্য হয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

বোমান ইরানি

বোমান ইরানি : বোমান ইরানি তার ছোটবেলা থেকে মাকে বেকারি চালাতে সাহায্য করতেন। একসময় মুম্বাইয়ের তাজ হোটেলে ওয়েটারের কাজও করেছেন। বলিউডে অভিনয়ের সুযোগ পাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যাবসা সফল হিট ছবি এখনো দিয়ে যাচ্ছেন তিনি।