নায়করাজের মৃত্যুতে মঙ্গলবার কয়েকটি সিনেমা হল বন্ধ

352
বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতেলে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (২২ অগাস্ট) মধুমিতাসহ বেশ কটি সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে  চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

নায়করাজের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ  জানিয়েছেন, “মঙ্গলবার মধুমিতা সিনেমাহল বন্ধ। আমি সেক্রেটারিকে জানিয়েছি দেশের সব সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছি আমরা।”

আরো জানালেন, “আগামী শুক্রবার নায়করাজ রাজ্জাকের ‘আগুন’ সিনেমাটি মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হবে। সাদাকালো ছবিটি এখনো টিভিতে প্রচার হয়নি।”

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তিন দিনের কর্ম বিরতি ঘোষণা করেছে। সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, “বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় এ তারকার মৃত্যু চলচ্চিত্রের জন্য বিশাল ধাক্কা। তার সম্মানে আমরা তিন দিন শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।”সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।