এই ভিডিও দেখে রাগে ক্ষোভে ফেটে পড়লেন বিরাট কোহালি

173
সেই শিশু এবং বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।

দানীং ওই ভিডিওটি ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, সর্বত্র ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি শিশুকে অঙ্ক শেখাচ্ছেন তাঁর মা। কিন্তু তাঁকে যত্ন নিয়ে পড়ানো দূরঅস্ত্‌, তাঁকে জোর করে পড়ানো হচ্ছে। এমনকী, চলছে মারধও। সেই সময় শিশুটির তার মায়ের কাছে হাতজোড় করে কাকুতি মিনতি করছে। অনুরোধ জানাচ্ছে যাতে একটু ভালবেসে পড়ানো হয়। বার বার বলে চলেছে ‘পেয়ার সে পড়ায়েঙ্গে?’ কিন্তু তার সেই অনুরোধে কর্ণপাত করা তো দূরের বিষয়, বরং ভুল উত্তর দেওয়ায় ছোট্ট গালে সপাটে চড় কষানো হল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে ইনস্টাগ্রামে মুখ খুলেছেন কোহালি। এই ভিডিওটি দেখে প্রচণ্ড কষ্ট পেয়েছেন বিরাট। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্টও করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ভিডিও-র নীচে লেখেন, ‘‘শিশুদের ব্যথা এবং রাগকে উপেক্ষা করা হয়। কোনও শিশুকে যদি ভয় দেখানো হয়, তবে তারা কিছুই শিখতে পারে না। এই ধরনের ঘটনা দুঃখজনক। খুব বেদনাদায়ক।’’