বাংলাদেশের ১৯৭১ এর যুদ্ধের প্রেক্ষাপটের সিনেমায় আলিয়া ভাট

191
গুপ্তচর আলিয়া

আসছে আলিয়া ভাটের নতুন ছবি ‘রাজি’। তবে এখনই নয়, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছর ১১ মে পর্যন্ত ।

উড়তা পাঞ্জাব ছবিতে  বিহারি মেয়ের ছবিতে অভিনয়ের পর ‘রাজি’ ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় অভিনয়  তিনি ।মঙ্গলবার এ কথা টুইট করে জানিয়েছেন করন জোহর।  হারিন্দার শিক্কার উপন্যাস অবলম্বনে মেঘনা গুলজারের এই ছবির প্রেক্ষাপট ১৯৭১-এর যুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে প্রেক্ষাপটে রেখে ছবির চিত্রনাট্য এগিয়েছে।

এ ছবিতে কাশ্মীরের সাধারণ একটি মেয়ে আলিয়া বিয়ে করে পাকিস্তানি আর্মি অফিসার ভিকি কৌশালকে, হয়ে উঠে একজন দুর্ধষ গুপ্তচর ।  কর্ণের ধর্মা প্রোডাকশনস এর এই ছবিটি ঐতিহাসিক প্রেক্ষাপটে টানটান উত্তেজনা ভরা একটি ভিন্ন মাত্রার ছবি।

এ ছবিতে নেওয়ার জন্য আলিয়া মতন ভিকিও করন জোহরকে টুইট করে ধন্যবাদ  জানিয়েছে। মেঘনা পরিচালিত ‘তলওয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। আরুষী তলোয়ার হত্যাকাণ্ড অবলম্বনে তৈরি এ ছবিটি সমালোচক-দর্শক— দুই মহলেই বেশ প্রশংসিত হয়েছিল। তাই মেঘনা গুলজারের এই ছবিটি নিয়েও যথেষ্ট প্রত্যাশা রয়েছে।